1st Year

  • 1st Semester
  • 2nd Semester
  • 3rd Semester

2nd Year

  • 1st Semester
  • Model Test
  • Test
  • Final Model Test
পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী
  • প্রতি সেমিস্টার পরীক্ষার পূর্বে প্রতিটি বিষয়ের উপর ২টি করে কুইজ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • প্রতি সপ্তাহে দুটি বিষয়ের উপর কুইজ CQ পরীক্ষা এবং একটি বিষয়ের উপর MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • কুইজ পরীক্ষার মোট সময় ২ ঘন্টা এক্ষেত্রে দুটি CQ ৪৫ মি. + ৪৫ মি. = ১.৩০ ঘন্টা ও MCQ পরীক্ষা ৩০ মি.।
  • কুইজ CQ পরীক্ষায় একটি বিষয়ে পূর্ণমান ৩০/২৫ ও পাশ নম্বর ১০/৮।
  • কুইজ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের একটি অংশ সেমিস্টার পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে যুক্ত হবে।
  • কুইজ পরীক্ষার খাতা কলেজ থেকে দেয়া হবে এর জন্য কোন ফি নেয়া হবে না।
  • প্রতি সপ্তাহের কুইজ পরীক্ষার খাতা পরবর্তী সপ্তাহে “রবিবার” বাসায় অভিভাবককে দেখানোর জন্য দেয়া হবে এবং শিক্ষার্থীরা সে খাতা যথাসময়ে অভিভাবকের স্বাক্ষর সহ বিষয় শিক্ষকের নিকট ফেরত দিবে।
  • এক্ষেত্রে কোন শিক্ষার্থী অসদুপায় গ্রহণ করলে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং কোন শিক্ষার্থী খাতা জমা দিতে ব্যর্থ হলে তাকে উক্ত পরীক্ষায় অনুপস্থিত বলে বিবেচনা করা হবে।
  • কোন শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় গ্রহণ করলে তাকে উক্ত পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তীতে অভিভাবক সহ সংশ্লিষ্ট ইনচার্য বা অধ্যক্ষ মহোদয়ের সাথে দেখা করে ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি নিতে হবে।
  • কলেজের কুইজ, মডেল টেস্ট ও সেমিস্টারসহ সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। কুইজ ও মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে প্রতি বিষয়ের জন্য ২০০/- (দুইশত টাকা) জরিমানা দিতে হবে এবং অভিভাবক সহ অবশ্যই বিষয় শিক্ষকের সাথে সাক্ষাৎ করতে হবে।
  • সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে অনুত্তীর্ণ বলে বিবেচিত হবে এবং দ্বিতীয় বর্ষে উন্নীত হতে পারবে না।
  • কোন শিক্ষার্থী প্রতি সেমিস্টার পরীক্ষায় ন্যূনতম ৮৫% উপস্থিত না থাকলে এবং সাপ্তাহিক ও মডেল টেস্ট পরীক্ষায় অনুপস্থিত থাকলে কলেজের সেমিস্টার পরীক্ষাসহ কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।