একটাই পৃথিবী শ্লোগানে পালিত হচ্ছে ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস 2022
Esteem Soft Limated 05-Jun-2022 Last Updated: 16-06-2022 08:39 AM
'একটাই পৃথিবী' শ্লোগানে পালিত হচ্ছে '৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস'। দিবসটি উপলক্ষে আজ কলেজ ক্যাম্পাস প্রাংগনে বৃক্ষরোপণ করেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সম্মানিত কো-চেয়ারম্যান আফরোজা রহমান লতা ম্যাডাম এবং সম্মানিত অধ্যক্ষ, জনাব মোঃ ওবায়দুল্লাহ নয়ন স্যার। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম তালুকদার, ভাইস প্রিন্সিপাল (প্রভাতি); জনাব মোঃ জাকির হোসেন, ভাইস প্রিন্সিপাল (দিবা); জনাব মোঃ আতাউল গনি ওসমানী, একাডেমিক সুপারভাইজার, জনাব, মোঃ ওবায়দুর রহমান মোল্লা, প্রশাসনিক কর্মকর্তা; জনাব মোঃ আনোয়ার হোসেন আনু, ব্যবস্থাপনা কর্মকর্তা এবং কলেজের রোভার স্কাউট দল ও নিয়মিত শিক্ষার্থীদের একাংশ।